বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের জন্য অন্যতম এক বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি।
সোমবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত দেয়ালে তামিম ইকবালের সুস্থতা কামনা করে এসব কথা লিখেন তিনি।
নিজের জন্মদিনে দেওয়া স্ট্যাটাসে সাকিব আল হাসান লেখেন:
❝আজ আমার জন্য একটা বিশেষ দিন হওয়া সত্ত্বেও আমি পুরোটা আনন্দে নেই। কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমাদের একসঙ্গে লড়াই করার অনেক স্মৃতি রয়েছে। সবসময় চাই আমাদের এই পথচলা আরও দীর্ঘায়িত হোক।❞
এ সময়, দেশবাসীকেও তামিম ইকবালের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে লেখেন, তামিমের জন্য আপনারা যে দোয়া করবেন আমার জন্মদিন উপলক্ষে সেটাই হবে সেরা উপহার। তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি!

সোমবার সকালে বিকেএসপিতে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। শাইনপুকুরের বিপক্ষে অধিনায়কত্ব করা তামিমকে তৎক্ষনাৎ নেওয়া হয় গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায়, তা আর সম্ভব হয়নি। পরে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে তাঁর হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। বন্ধ হয়ে যায় তাঁর হৃদযন্ত্র। সেই পরিস্থিতিতে জরুরিভাবে চিকিৎসকরা অস্ত্রোপচার করে একটি রিং পরান তাঁর হৃৎপিণ্ডে।
বর্তমানে তিনি জ্ঞান ফিরে পেয়ে পরিবারের সদস্য ও অন্যান্যদের সঙ্গে কথা বলছেন। তবে আগামী ৪৮ ঘণ্টা তিনি কেপিজে হাসপাতালেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।