ভারতের তামিলনাড়ুর দিনদিগুলে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় শিশু প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আগুন লাগার পর হাসপাতাল ভবন থেকে ধোঁয়া বের হতে থাকে। দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ছয় শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
অগ্নিকাণ্ডের পর বাকি রোগীদের দ্রুত পাশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের বেশিরভাগই বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরএস//বিএন