Home » news » তারেক রহমানকে দেশে ফেরাতে সহায়তা করবে ব্রিটেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্তর্বর্তীকালীন সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।|
তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে ক্যাথরিন ওয়েস্ট বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে।পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান সম্পর্কে কোনো আলচনা হয়নি। তবে তাকে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করতে প্রস্তুত ”
প্রসঙ্গত, ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের সেপ্টেম্বর লন্ডন চলে যান।