তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতারা সরাসরি কোনো তারিখ বলতে না পারলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছেই। খালেদা জিয়ার চলতি মাসে লন্ডন যাত্রার সম্ভাবনা থাকলেও তারেক রহমান কবে ফিরবেন, সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। নেতারা বলছেন, তারেক রহমানের ফেরা নির্ভর করছে আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়ার ওপর।
২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের বিরুদ্ধে করা ৮০টির মধ্যে ৭৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এখন কেবল একটি মামলা বিচারাধীন। বিএনপির আইনজীবীরা বলছেন, আইনি বাধা নেই, তবে দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
দলটির নেতারা মনে করেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রার পরই তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত আসতে পারে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী তিনি ফিরতে পারেন বলেও অনেকে আশা করছেন।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমান দেশে থাকলে যে সময় দিতেন, বিদেশে থেকেও তা দিয়ে যাচ্ছেন। সবশেষে দলীয় নেতারা এটুকুই বলছেন—তারেক রহমান নিজেই জানাবেন তিনি কবে ফিরবেন। আপাতত অপেক্ষা ছাড়া বিকল্প নেই।