বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েছেন, তবে সেটা ব্যাট হাতে নয়—বল হাতে সবচেয়ে বেশি রান দেওয়ার দিক থেকে। মোহামেডানের হয়ে খেলতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন তিনি, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলিং পারফরম্যান্স।
বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে তাসকিন ১০৭ রান দিলেও তুলে নিয়েছেন ৩ উইকেট। তাঁর এমন উদার বোলিংয়ের সুবাদে গাজী গ্রুপ ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে সেরা ইনিংস খেলেছেন অধিনায়ক এনামুল হক, যিনি ১৪৩ বলে ১৪৯ রান করেন।
এর আগে, বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড ছিল ১০৪। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের শাহাদাত হোসেন ১০৪ রান দিয়েছিলেন, এবং ২০২৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির ইকবাল হোসেন ৯ ওভারে ১০৪ রান দেন।
বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড নেদারল্যান্ডসের বাস ডি লিডারের দখলে। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ১১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। সেই তালিকায় তাসকিন আহমেদ এখন ১১তম স্থানে আছেন।
তাসকিন প্রথম স্পেলে তিন ওভার করে ৩৩ রান দেন, এরপর ২৫তম ওভারে ফিরে আরও তিন ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নেন। ৩৯তম ওভারে ফিরে দুই ওভারে ৮ রান দিয়ে আরও একটি উইকেট পান। তবে শেষ দুই ওভারে মার খেয়ে ম্যাচের সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেলটি সম্পন্ন করেন। ৪৬তম ওভারে তিন চার ও দুই ছক্কায় ২৫ রান দেন, আর শেষ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত গাজী গ্রুপ ৩৩৬ রানে ইনিংস শেষ করে।