‘পারফেক্টশনিস্ট’ খ্যাত বলিউড অভিনেতা আমির খান শুধু অভিনয় জীবন দিয়েই নয়, ব্যক্তি জীবন নিয়েও মিডিয়ার আলোচনায় থাকেন। সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে আমির খানের কাছে জানতে চাওয়া হয় তার তৃতীয় বিয়ের পরিকল্পনা নিয়ে। উত্তরে বিব্রত না হয়ে অনেকটা স্বতঃস্ফূর্ত হয়েই জবাব দেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হয়েছিলেন অভিনেতা। সেখানেই ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে আলাপ করেন আমির।
ব্যক্তিজীবনে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন আমির। দীর্ঘ বিবাহিত জীবনের ৩৮ বছর পেরোনোর পর ২০০২ সালে সে সংসারের ইতি টানেন তারা। তাদের সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা সন্তান।
এরপর ২০০৫ সালে নিজের সহপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে তাদের সংসারে আসে এক পুত্র সন্তান। কিন্তু হঠাৎই ২০২১ সালে আমির ও কিরণের বিচ্ছেদ ঘটে।
এরপরই আমির ভক্তরা ভাবছেন, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। পডকাস্টের বিশেষ সাক্ষাৎকারে উপস্থাপক রিয়া চক্রবর্তী তৃতীয় বিয়ে নিয়ে তাই সরাসরি আমিরকে প্রশ্ন করেন।
তৃতীয় বিয়ের কথা শুনেই আমির বলেন, ‘তার এখন বয়স ৫৯। মনে হয় না, আমি আবার বিয়ে করতে পারব। এ নিয়ে সমস্যা হতে পারে বলে বিয়ে নিয়ে একদমই ভাবছি না।’
আমির আরও বলেন, ‘বর্তমানে আমার জীবনে অনেক কাছের মানুষ রয়েছে। আমার পরিবার রয়েছে। আমি তাদের সঙ্গেই সময় কাটাতে শুরু করেছি। আমার ছেলেরা রয়েছে। আমার ভাইবোনেরা রয়েছেন। তাদের সাথেই আমি খুশি আছি। তাদের সাথেই আমি এই মুহূর্তে আরও ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।’
বর্তমানে আমির খান তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রিতেশ দেশমুখের স্ত্রী ও বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি সুজাকে।