রাজধানী সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নয়টি বাস। এই বাসগুলো প্রতিদিন শিক্ষার্থীদের আনা নেওয়ায় বিভিন্ন রুটে যাতায়াত করে। এর মধ্যে নরসিংদী রুটে যাতায়াত করে ‘বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান’ বাস।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাসটি এবছরের ২৪ জানুয়ারি (বুধবার) ভোরে ক্যাম্পাস থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রাকালে দুর্ঘটনার শিকার হয়। এতে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ হতাহত হয়নি। এর পর থেকে বাসটি গ্যারেজে পড়ে রয়েছে। ফলে, এই রুটে যাতায়াতকারী শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।
কলেজটির নরসিংদী গামী শিক্ষার্থী ইমন আহমেদ (অর্থনীতি) বলেন, ক্যাম্পাসের বাস বন্ধ হওয়া পর থেকে, কাক ডাকা ভোরে বাসা থেকে বের হলেও পাবলিক বাসে এসেও রীতিমতো ক্লাস করতে পারি না। প্রায় সময় ক্লাস মিস করি। তারপর রাস্তায় নানা রকম সমস্যা থাকে, থাকে জ্যাম-জট ও সাধারণত মানুষের গাদাগাদি রেগেই থাকে। এতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসটিতে নিয়মিত যাতায়াত করে শিক্ষার্থী শাইলা আক্তার (মার্কেটিং) বলেন, বাস বন্ধ পর থেকে রাস্তায় বিভিন্ন হেনেস্তা শিকার হয়। বাসায় ফিরতে প্রায় সময় রাত হয়। এতে পরিবারে অনেকই চিন্তায় থাকেন। সামনে ইনকোর্স পরীক্ষা এই নিয়েও চিন্তা কাজ করে। কলেজ কৃতি পক্ষ যত দ্রুত বাসটি মেরামত করে আমাদের রুটে চলতে দিলে বিভিন্ন সমস্যা থেকে আমরা নরসিংদীগামী শিক্ষার্থীরা মুক্তি পাবো।
কলেজের বিভিন্ন রুটে বাস চলাচলের দায়িত্বরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান খান বলেন, সবে মাত্র আমি দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের বাস গুলো মেরামতের জন্য একটা কোম্পানি সাথে চুক্তিবদ্ধ। কোম্পানির সাথে কথা বলে, বাসের কতটুকু কাজ হয়েছে বা কেন হচ্ছে না বা কতদিন সময় লাগবে মেরামত করতে বিস্তারিত জেনে তা পরবর্তীতে জানাবো।
মো: শফিক খান
সরকারি তিতুমীর কলেজ