“খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নুরউদ্দীন মানিক ও মো: আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়।
শুক্রবার (৩১ মে) বিকালে সরকারি তিতুমীর কলেজের খেলার মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত ফুটবল ক্লাবের সভাপতি
নুরউদ্দীন মানিক বলেন, তিতুমীর ফুটবল ক্লাবটি হলো আমার আত্মার আত্মীয়। এই ক্লাবটি আমাকে ২০১৮ সাল থেকে অনেক কিছু দিয়েছে। সম্মান, ভালবাসা আরও অনেক কিছু। তিতুমীর ফুটবল ক্লাবকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সর্বদা কাজ করব। খেলুয়াদের সমার্থকদের পাশাপাশি কমিটির সকল সদস্যবৃন্দের সহযোগিতায় তিতুমীর ফুটবল ক্লাবকে একটি শক্তিশালী ক্লাব হিসেবে গঠন করব ইনশাআল্লাহ।
ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, তিতুমীর ফুটবল ক্লাবের দায়িত্ব গ্রহণ করে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ক্লাবের সাবেক দুই দায়িত্বশীল এমকে হাসান সবুজ ও আরাফাত হাওলাদারকে। তারা যেভাবে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়েছে, আমরাও তারই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। তিতুমীর ফুটবল ক্লাব যাতে দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে আমরা তা নিয়ে কাজ করার চেষ্টা করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি আনিসুর রহমান ও হিমেল খান, যুগ্ম সাধারন সম্পাদক: মোঃ রাজু শরীফ।
এছাড়াও শিক্ষক উপদেষ্টা হিসাবে ক্লাবটির দায়িত্বে আছেন ক্রীড়া শিক্ষক মোঃ শামসুদ্দিন আহমেদ। কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় সারোয়ার জাহান ও রেফারি মিরাজ ইসলাম।
উপদেষ্টা মন্ডলির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ রিপন মিয়া, মাহমুদুল হক জুয়েল মোড়ল, মোঃ সবুজ আহমেদ, সাবের আহমেদ, এস এম জাকির হোসেন, এস এম জাকির হোসেন (মোল্লা জাকির), জাহিদুল ইসলাম, মাইনুল ইসলাম তুরাণ, পি.কে.বি নিপুন, নাহিদুজ্জামান, সুজন বিশ্বাস, মিরাজুল ইসলাম মাহফুজ ও জিন্নাউল হক লিটন।