“ ফলে পুষ্টি অর্থ বেশ- স্মার্ট কৃষির বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে ঢাবি অধিভুক্ত রাজধানী তিতুমীর কলেজে মৌসুমী ফল উৎসব ২০২৪ আয়োজন করা হয়।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে পুরাতন বিজ্ঞান ভবনের আঙ্গিনায় ফল উৎসবের আয়োজন করা হয়। আজ ২৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় প্রফেসর ফেরদৌস আরা বেগম অনুষ্ঠান উদ্বোধন করেন।
উক্ত আয়োজনে নানা রকমের ফল দেখতে পাওয়া যায়। যেমন: আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, পেয়ারা, আনারস, আঙ্গুর,মাল্টা, জাম্বুরা, বনলটকন, গোলপাতা, বেতফল, লুকলুকি, ডেওয়া, ড্রাগন ও কাউফল ইত্যাদি ফল প্রদর্শন করা হয়।
প্রদর্শনী শেষে দেশীয় ফলের পুষ্টি ও গুরুত্ব এবং দেশীয় ফল চাষের পরামর্শ দেন অতিথিরা। বর্ষার সময়ে বেশি বেশি ফল গাছ লাগানোর প্রতিও গুরুত্বারোপ করেন তারা।
ফল উৎসব প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন ও শিক্ষক সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান। এসময় কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষক মন্ডলী, শাখ ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।