সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ‘উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’
এর আগে দুপুরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মহাখালী গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে, আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, রাজধানী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে দাবিতে গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১ টায় ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ ঘোষণা দেন।