রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আজ (১ জুলাই) দুপুর ১২ টায় রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে কর্মচারীরা সার্বজনীন পেনশন বাতিল, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন পালন করেছে।
আজ(১ জুলাই) থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত এই কর্মসূচির ঘোষণা দিয়েছে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।
এর আগে গত ২৬ জুন কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বর্ণা চাকমা, সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামের (রনি) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনের কর্মসূচি পালন করেছে কর্মচারী কল্যাণ সমিতি।
এই বিষয়ে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলামের (রনি) বলেন” আন্তঃবিশ্ববিদ্যালয়ের ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে আমরা কর্মসূচি পালন করছি। ফেডারেশনের দিক নির্দেশনা মতোই আমরা এগিয়ে যাবো”।
উল্লেখ্য, এর আগেও গত ২০ মে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছিলো রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি।