চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয় এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা মাধ্যমে এইবারের ভর্তি পরীক্ষার শুরু হয়।
শনিবার (২ মার্চ) সকাল ১১ টা থেকে তিন বিভাগীয় শহরে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৮ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার কো অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
তিনি বলেন, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৭ হাজার ২৫৯ জন শিক্ষার্থী।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, চবির ঐতিহ্য হচ্ছে, ভর্তি পরীক্ষায় আজ অব্দি কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এ বছর তিন শহরে পরীক্ষা হওয়ায় চিন্তিত ছিলাম। এখন পর্যন্ত অনিয়ম কিছু ঘটেনি। অন্যান্য কেন্দ্রের সঙ্গে আমাদের ভর্তি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্তরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমরা সন্তুষ্ট।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৯ জন ভর্তিচ্ছু। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী।