চীন ব্রহ্মপুত্র নদের উজানে তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে। এই বাঁধটি নির্মিত হলে বর্তমান বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থ্রি গর্জেস ড্যামের চেয়ে তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। তবে এর ফলে ভারত ও বাংলাদেশের লাখ লাখ মানুষের পানি সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। এ খবর জানিয়েছে রয়টার্স।
বাঁধটি ইয়ারলুং জাংবো নদীর নিম্নপ্রবাহে নির্মিত হবে। চীনের রাষ্ট্রায়ত্ত পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার পূর্ববর্তী অনুমানের ভিত্তিতে জানা গেছে, এটি থেকে প্রতিবছর প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হবে।
বর্তমানে চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যাম বছরে ৮৮.২ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে। নতুন এই প্রকল্পটি তার চেয়ে তিনগুণ বেশি উৎপাদনক্ষম হবে।
ইয়ারলুং জাংবো নদীটি হিমালয়ের হিমবাহ ও ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এ নদীটি বাংলাদেশ ও ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত।
ভারত ও বাংলাদেশ এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি স্থানীয় পরিবেশ, নদীর পানি প্রবাহ এবং নিম্নাঞ্চলের পানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।
তবে চীনা কর্মকর্তারা দাবি করেছেন, প্রকল্পটি পরিবেশ বা পানিপ্রবাহে উল্লেখযোগ্য ক্ষতি করবে না। চীন ইতিমধ্যে ইয়ারলুং জাংবো নদীর উজানে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং আরও প্রকল্পের পরিকল্পনা করছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রকল্পটি চীনের কার্বন নিঃসরণ হ্রাস ও কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। পাশাপাশি এটি তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
আরএস