‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে বিএনপি ও তাদের মিত্ররা তিস্তা পানি বণ্টন চুক্তি ও নদী প্রকল্প বাস্তবায়নের দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দলীয় নেতারা টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করবেন। ভারতের সঙ্গে তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
লালমনিরহাটে তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলগুলোর নেতারাও এতে অংশ নেবেন।
তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোক্তারা জানিয়েছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ২৩০ কিলোমিটারজুড়ে নদীর দুই তীরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
পদযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদুসহ জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।