তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঠিক সেই সময়ে শরবতের চাহিদাও বেড়েছে কয়েক গুন ।গরম থেকে কিছুটা স্বস্তি পেতে নগরীর খেটে খাওয়া মানুষেরা ভিড় করছে ফুটপাতের শরবতের দোকান গুলোতে।
ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান ,অতিরিক্ত গরমের কারণে তারা বেশি সময় কাজ করতে পারেন না। অল্প একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়েন। আর এই গরমটা একটু স্বস্তি পেতে প্রতিদিন ৫-৭ গ্লাস শরবত খেতেই হচ্ছে, জন্য তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা।
বিক্রেতাদের শরবতের মান নিয়ে প্রশ্ন করলে তারা জানান ,অতিরিক্ত গরমের কারণে মানুষ বেশি পরিমানে শরবত খাচ্ছে। এই শরবত খেলে কেউ অসুস্থ হবে না। শরবতে কোন কেমিক্যাল ব্যবহার করা হয় না।ফলে যেকোনো পেশার মানুষ খুব সহজে এই লেবুর শরবত খেয়ে সাময়িক স্বস্তি উপভোগ করেন।