পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘন ঘন বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন, আহত হয়েছেন আরও ৯২ জন। শনিবার (২৪ মে) এসব হতাহতের ঘটনা ঘটে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, প্রদেশের বিভিন্ন অঞ্চলে দুর্বল ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে এই প্রাণহানি ঘটেছে। এ ছাড়া, ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করায় হতাহতের সংখ্যা বেড়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রবল ঝড়ে স্থানীয় একটি কারখানার ছাদ ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এবং গুরুতর আহত হন অন্তত পাঁচজন। অন্যদিকে, বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরও একজন।
ঝড়ের তাণ্ডবে বহু কাঁচা ঘরবাড়ি ও পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পিডিএমএ’র বরাতে নিশ্চিত করা হয়েছে, সবমিলিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ঝড়, ধুলোবালি ও ভারী বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করেছিল।