তীব্র ডেঙ্গু ঝুঁকিতে বুটেক্স শিক্ষার্থীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলে মশার উৎপাত ভয়াবহ রূপ নিয়েছে। সন্ধ্যার পর মশার উপদ্রব এত বেড়ে যায় যে কয়েল ব্যবহার করেও স্বস্তি মিলছে না। এমনকি দিনের বেলাতেও শিক্ষার্থীরা মশারির নিচে থাকতে বাধ্য হচ্ছেন।
মশার এই বাড়াবাড়ি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবন ও পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফগার মেশিন থাকা সত্ত্বেও নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালিত হয় না। হলগুলোর চারপাশে জঙ্গল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাবে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।
জি.এম.এ.জি ওসমানী হলের শিক্ষার্থী রিপন কান্তি দে জানান, মশার কারণে সবসময় মশারি ব্যবহার করতে হয়। টেবিলে বসে পড়ার সময়েও মশার কারণে সমস্যা হয়। সন্ধ্যার পর মশার উৎপাত চরমে ওঠে। দরজা-জানালা বন্ধ রাখায় ঘরে আলো-বাতাস ঢুকতেও বাধা পায়। নিয়মিত ফগিং কার্যক্রম পরিচালনার দাবি জানান তিনি।
শহীদ আজিজ হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ বলেন, মশার উপদ্রব পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটায়। প্রতিবছরই অনেক শিক্ষার্থী ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হন। হলের চারপাশে জঙ্গল ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার না করাই এর প্রধান কারণ।
তীব্র ডেঙ্গু ঝুঁকিতে বুটেক্স শিক্ষার্থীরা আরো পড়ুন।
সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থী দেবাশীষ ঘোষ প্রত্যয় জানান, নিচতলার রুমগুলোতে মশার উৎপাত সবচেয়ে বেশি। এই মশার কারণে অনেকেই ডেঙ্গুসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ফগিং কার্যক্রম নিয়মিত করলে সমস্যার সমাধান সম্ভব।
মেয়েদের হল এবং শিক্ষকদের বাসভবনেও মশার সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
শহীদ আজিজ হলের প্রভোস্ট ড. মো. ইমদাদ সরকার জানান, শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি আগে জানানো হয়নি। এখন এটি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ফগিং ও স্প্রে কার্যক্রম আরও নিয়মিত করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে এবং হলগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. বাবুল আখতার জানান, স্প্রে কার্যক্রম নিয়মিত হলেও ফগিং তুলনামূলক কম হয়। তবে মশার উৎপাত বাড়ায় ফগিং কার্যক্রম আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। রাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান আরো খবর পড়ুন ।