গতকাল সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে, পেসার তানজিম হাসান সাকিবের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর একেরপর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েন টাইগাররা। সবশেষে মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে হাল ধরেন তাওহিদ হৃদয়। হৃদয়ের বিদায়ের পর জাকের আলিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মাহমুদউল্লাহ। তবে দলীয় ১০৭ রানে ৯ বলে ৮ রান করে আউট হন জাকের।
সর্বশেষ ২ বলে প্রয়োজন ৬ রান। লং অনে ব্যাট করেন মাহমুদউল্লাহ। অল্পের জন্য বাউন্ডারি লাইনে মার্করামের হাতে পড়েন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।