রুশাইদ আহমেদ
১.
সময়ের কারাগারে স্মৃতি আজ রুদ্ধ
সুখের বিনিময়ে বলো কে কেনে দুঃখ?
২.
কোমল কণ্ঠ আর নায়কোচিত মুখোশ
করে কি তোমাকে কখনো নাখোশ?
৩.
বিশ্বের বুকে আছে কত শত পথ—
পেরোলেই কি ভাঙে খোদার শপথ?
৪.
যে বোঝে না জীবনের কী মানে—
সে-ই শুধু শুধু ভ্রান্তি ডেকে আনে!
৫.
জীবন তো ডানা মেলা কালো শালিক।
মেঘের সীমানায় তবু গল্প তাঁর অলীক!
৬.
বিষণ্ন বিকেলগুলো হবে ঝরা পাতা,
যদি মেলে ধরো তোমার ছেঁড়া খাতা!
৭.
রাতের মিছিলের অবিরাম রব
ভাসিয়ে নেয় আজ আত্মার সব!
৮.
কেন তোমার শরীরের নিখাদ ভাঁজ
হয়ে যায় উপমার তুমুল ক্যামোফ্লাজ?
৯.
হরিণীর মায়াবী টানা টানা চোখ
শুধু লেখে নীল বিরহের শ্লোক!
১০.
যদি বোশেখের ঝড়ে ভাঙে জারুলের ডাল;
তবে বুঝে নিও আমারও সেই একই হাল!
১১.
মানুষ কখনো মানুষকে পারে না চিনতে;
নিঃশ্বাস ফুরায় নিরাশা কিনতে কিনতে!
১২.
যদি বলো— হাওয়ার উদরে এ কীসের সুবাস?
অণুতে অণুতে শুধু বিজয়ের আভাস!
১৩.
বিজয় তো তোমার অবশ্য সেদিনই হবে
যেদিন পবিত্র আত্মা কোনো ঋণী হবে!
১৪.
জীবনে পড়েছো কত দুর্বোধ্য সনেট;
আজ শোনো আমার সবুজ কাপলেট!