তৃতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল হয়েছেন সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা রইল না বাংলাদেশের এই অলরাউন্ডারের।
সাকিবের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। পরে সাকিব নিজেও স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের হয়ে খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। সমারসেটের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিলেও, সন্দেহজনক অ্যাকশনের কারণে তদন্তের মুখে পড়েন তিনি। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি, ফলে তার বোলিং সাময়িকভাবে নিষিদ্ধ হয়।
এরপর সাকিব বোলিং অ্যাকশন সংশোধনের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেন। ইংল্যান্ডে সারের কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে নিবিড় অনুশীলনের পর চলতি মার্চে তৃতীয়বার পরীক্ষা দিয়ে সফল হন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এখন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার বোলিংয়ে আর কোনো বাধা থাকছে না। তবে, ভবিষ্যতে বোলিং অ্যাকশন নিয়ে ফের প্রশ্ন উঠলে আইসিসির নিয়ম অনুযায়ী এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।
এদিকে, রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে সাম্প্রতিক সময়ে সাকিব সমালোচনার মুখে পড়েছিলেন। রাজনৈতিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যায়নি তাকে। এ ছাড়া, সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলেও জায়গা পাননি তিনি। তবে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাকিবের জন্য যেমন স্বস্তির খবর, তেমনি বাংলাদেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক একটি বার্তা।