বাংলাদেশি ভ্রমণকারীদের হোটেল ও রেস্টুরেন্ট সেবা বন্ধ রাখার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের সংগঠন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) ঘোষণা দিয়েছে যে, ব্যবসার স্বার্থে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
ত্রিপুরা এবং কলকাতার হোটেল ও রেস্টুরেন্টগুলোর অন্যতম প্রধান গ্রাহক বাংলাদেশি পর্যটকরা। এ কারণে নিষেধাজ্ঞার ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় সংগঠনটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। এখন মেডিকেল ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল ও রেস্টুরেন্টে সেবা চালু রাখা হবে।
এর আগে, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নিপীড়ন এবং ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের বিরোধিতা নিয়ে বিক্ষোভের প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিক্ষোভকারীরা ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছিল।
তবে সংগঠনটি জানিয়েছে, ত্রিপুরায় কোনো বাংলাদেশি নাগরিকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেনি। জাতীয় সংবেদনশীলতা এবং অতিথিপরায়ণতার নীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশি মেডিকেল ভিসাধারীদের জন্য আতিথেয়তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরএস/বিএন