সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বয়সকে যেন শুধুই একটি সংখ্যা বানিয়ে ফেলেছেন। ফুটবল ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে ৪০ ছুঁই ছুঁই বয়সেও তিনি অপ্রতিরোধ্য। যেখানে অধিকাংশ ফুটবলারের পারফরম্যান্স ত্রিশের পর ধীরগতির হয়ে যায়, সেখানে রোনালদো যেন আরও উজ্জ্বল, আরও ভয়ংকর।
গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে গোল করে রোনালদো নিজের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক অর্জন করেছেন। বয়স ৩০ হওয়ার আগে তার গোলসংখ্যা ছিল ৪৬৩টি, আর এই গোলের মাধ্যমে ৩০-এর পর সেই সংখ্যা ছাড়িয়ে গিয়ে হয়েছে ৪৬৪টি। অর্থাৎ, ত্রিশোর্ধ্ব বয়সে এসে আগের চেয়ে বেশি গোল করেছেন তিনি।
গোলের রাতটি রোনালদোর দল আল নাসরের জন্যও স্মরণীয় হয়ে থাকে, কারণ তারা ৩-০ গোলে এস্তেগলালকে হারিয়ে দুই লেগ মিলিয়ে একই ব্যবধানে জয় পেয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। চলতি মৌসুমে ৩২ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ২৭, আর আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচে করেছেন ৯১টি গোল।
এখন রোনালদোর দৃষ্টি ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে। এই স্বপ্ন পূরণে তার দরকার আর মাত্র ৭৩টি গোল। অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, তবে রোনালদোর মতো ফুটবলারের কাছে অসম্ভব বলে কিছু নেই। বয়স বাড়লেও তার গতি, ক্ষিপ্রতা ও গোলের ক্ষুধা যেন দিন দিন বেড়েই চলেছে।