নাটোরের বড়াইগ্রামে থানার ভেতরে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে শেয়ার করার অভিযোগে শিউলী খাতুন (৪২) নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, শিউলী খাতুনকে সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। এছাড়া, তার আরও একাধিক বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তিনি সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করেছিলেন এবং পরাজিত হন।
সম্প্রতি শিউলী খাতুন থানার মূল ভবনের গেটের সামনে “বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালবেসেছে” গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। ওই সময়ে থানার ভিতরে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। পরে, তিনি ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।
থানার সামনে এমন ভিডিও ধারণ এবং তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। অনেকেই ভিডিওটি শেয়ার করে শিউলী খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গ্রেপ্তার হওয়ার আগে শিউলী খাতুন বলেন, “টিকটক করা আমার নেশা, সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে এখন বুঝতে পারছি থানার সামনে এটি করা ঠিক হয়নি।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “ভিডিওটি আমাদের অগোচরে ১৭ সেকেন্ডের জন্য ধারণ করা হয়েছিল। বিষয়টি সংবাদকর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”