সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি একটি ছবি পোস্ট করেছেন, যাকে ঘিরে চলছে সমালোচনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে।”
ছবিটিতে দেখা যাচ্ছে সাদা রঙের পুরনো শাড়ি গায়ে অভিনেত্রী। এক হাতে ভিক্ষার থালা, ও আরেক হাতে ঝুলি।
জানা গেল, একটি নাটকের শুটিং করতে গিয়ে এমন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকটির নাম ‘ফকির থেকে কোটিপতি’। নাটকে তার বিপরীতে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ।