সম্প্রতি ভাইরাল হলো মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’- এর দ্বিতীয় গান। গানের ভিডিওটি মূলত শুটিংকালের দৃশ্য নিয়েই তৈরি হয়েছে। গানটি এখন নেটিজেনদের পছন্দের চূড়ায়। ‘পুষ্পা ২’-এর এই গানটি অনেক বেশি রোমান্টিক হওয়ার কারণে দ্রুতই সারা ফেলেছে দর্শকমনে।
গানটি গেয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গানটিতে দক্ষিণী পোশাক ছেড়ে প্যান্ট টপ পরেই নাচতে দেখা যায় অভিনেত্রীকে। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুনের সঙ্গে আরো রয়েছেন রাশ্মিকা মান্দানা, সাই পল্লবী, প্রিয়ামণিসহ আরো অনেকেই।
আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।