পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. মাজেদুল ইসলাম ডালিমকে বহিষ্কার করা হয়েছে। তিনি শাখারীকাঠি ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কৃষক দলের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. নাসির আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাজেদুল ইসলাম ডালিমকে প্রাথমিক সদস্য পদসহ কৃষক দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিল্টন জানান, ডালিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ জেলা কমিটিতে পাঠানো হয়েছিল। অভিযোগের তদন্ত শেষে জেলা কৃষক দল তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করেছে।