শিহাব শাহীন পরিচালিত ঈদের সিনেমা ‘দাগি’-এর টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে বুধবার (২৬ মার্চ) চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আফরান নিশো, যেখানে তার সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী নিধি (আরাফাত মহসীন)।
গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানের লাইন— “তোমাদের চোখে দাগি/ সমাজের চোখে দাগি/ যতবার খুশি মারো, তত বারবার জাগি”।
গানে কণ্ঠ দেওয়া নিয়ে নিশো বলেন, শুরুতে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানতেন না। প্রযোজক শাহরিয়ার শাকিল তাকে গানটির একটি ডেমো শোনান এবং পরে জানতে চান, তিনি গাইলে কেমন হয়। সংশ্লিষ্টদের যুক্তি ছিল— ‘দাগি’ সিনেমার মূল চরিত্র যেহেতু নিশো, তার কণ্ঠেই গানটি সবচেয়ে ভালো মানাবে। এ ধারণা যৌক্তিক মনে হওয়ায় তিনি এতে কণ্ঠ দিতে রাজি হন।