যুক্তরাষ্ট্রের দাবানলকবলিত এলাকায় ফায়ার ফাইটারের ছদ্মবেশে চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট। মালিবুর একটি বাড়িতে চুরির সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শেরিফ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট লুনা।
রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ওই এলাকায় উপস্থিত থাকা অবস্থায় ফায়ার ফাইটারের মতো দেখতে এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন। পরে বুঝতে পারেন, তিনি হাতকড়া পরা অবস্থায় রয়েছেন।
এবিসি সেভেন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানান, দমকলকর্মীর ছদ্মবেশ ধারণ করে চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “কিছু মানুষ দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতির সুযোগ নিতে দ্বিধা করে না।”
শেরিফ লুনা আরও জানান, দাবানলের কারণে বিভিন্ন অপরাধের অভিযোগে এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইটন এলাকার আশপাশ থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ছয়জনকে শনিবার রাতে আটক করা হয়। এদের তিনজন কারফিউ লঙ্ঘনের জন্য এবং বাকি তিনজন মাদক ও গোপন অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন।
প্যালিসেডস এলাকার আশপাশে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন কারফিউ লঙ্ঘনের অভিযোগে আটক হন।
পুলিশ প্রধান ম্যাকডোনেল জানান, দাবানলকবলিত এবং খালি করার নির্দেশ দেওয়া এলাকাগুলো এড়িয়ে চলার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এসব এলাকায় রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
তিনি বলেন, “কারফিউ দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সম্পত্তি সুরক্ষার পাশাপাশি লুটপাট রোধে এবং জরুরি সেবাদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা জননিরাপত্তা কর্মী বা দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নন, তাদের এসব এলাকায় অবস্থানের অনুমতি নেই। যদি কেউ এসব এলাকায় অবস্থান করেন, তাকে গ্রেপ্তার করা হবে।”