দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহিদ পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) দিনাজপুরের চারজন শহিদ পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ি গ্রামের শহিদ মো. জিয়াউর রহমান একই উপজেলার মাধবাটির করলা গ্রামের শহিদ মো. মাসুম রেজা,দিনাজপুর সদরের ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জের শহিদ রবিউল ইসলাম রাহুল এবং দিনাজপুর সদরের পাহাড়পুরের শহিদ রুদ্র সেনের পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শহিদ পরিবারের পক্ষ থেকে তাদের পিতা-মাতা,স্ত্রী-সন্তান,দাদা-দাদি, ভাই-বোন ইদ উপহার সামগ্রী গ্রহণ করেন।
উক্ত ইদ উপহার সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলায় উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক ও হাবিপ্রবি প্রফেসর ড. মো. আবু হাসান ও কৃষিবিদ আবু তারিক সিদ্দিকী।
এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ এবং হাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রফেসর ড. এরফান আলী খোন্দকার, প্রফেসর মো. কুতুবউদ্দিন ও প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ উপস্থিত ছিলেন ।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয় , আজকে চার পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল পার্বতীপুরের শহিদ শিমুল, বীরগঞ্জের শহিদ আল আমিন ইসলাম এবং চিরিরবন্দরের শহিদ সুমন পাটোয়ারী এই তিন পরিবারের নিকট ইদ উপহার সামগ্রী পৌঁছানো হবে।