চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় এই মামলা করা হয়। মামলাটি দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন শিক্ষার্থীর বাবা, নুরুল ইসলাম খান।
এই মামলায় দীপু মনির বিরুদ্ধে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। মামলায় দীপু মনির ভাই জে আর ওয়াদুদ টিপু ও চাঁদপুর-১ আসনের সাবেক এমপি ড. সেলিম মাহমুদসহ ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি শেখ মহসিন আলম জানান, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় দুটি মামলা হয়েছে।
এর আগে, একটি মামলায় দীপু মনিসহ ৫১০ জন এজাহারভুক্ত আসামি ও ১,২০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়। দুটি মামলাতেই দীপু মনি প্রধান আসামি, এবং তার ভাই জে আর ওয়াদুদ দ্বিতীয় আসামি।
এমএ//