বলিউড সুপারস্টার শাহরুখ খান এবার খলনায়কের চরিত্রে পর্দায় আসছেন। ক্যারিয়ারের শুরুর দিকে ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা গেলেও এরপর আর তাকে এমন ভূমিকায় দেখা যায়নি। তবে দীর্ঘ বিরতির পর ফের খল চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনপ্রিয় দক্ষিণী নির্মাতা সুকুমারের নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ‘পুষ্পা’ খ্যাত এই পরিচালকের সঙ্গে এটি কিং খানের প্রথম কাজ, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
এতদিন সুকুমারের সঙ্গে কাজ না করলেও দক্ষিণের মণিরত্নম ও অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করেছেন শাহরুখ, আর সেই সিনেমাগুলো বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে সুকুমারের নতুন সিনেমা ঘিরেও দর্শকদের আগ্রহ তুঙ্গে।
গুঞ্জন রয়েছে, এই নতুন সিনেমাটি হবে একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে গ্রামীণ রাজনৈতিক প্রেক্ষাপট ও সামাজিক বৈষম্যের বিষয়টি তুলে ধরা হবে। শাহরুখের চরিত্র হবে মূলত এক শক্তিশালী ও রহস্যময় খলনায়কের, যেখানে তাকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে।