নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মর্মান্তিক এক ঘটনায় দুই নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন লামিয়া, তার বোন স্বপ্না এবং লামিয়ার চার বছরের ছেলে আব্দুল্লাহ।
পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪) কে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ইয়াসিন মাদকাসক্ত ছিলেন এবং বিয়ের পর থেকেই স্ত্রী-সন্তানকে ভরণপোষণ দিতেন না। শ্বশুর ও ননদের সঙ্গে মিলেই লামিয়াকে প্রায়শই নির্যাতন করতেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ইয়াসিন টাকা দাবি করে না পেয়ে স্ত্রীকে হুমকি দিতেন। গত সোমবার থেকে লামিয়ার মোবাইল ফোন বন্ধ পেলে স্বজনরা খোঁজ শুরু করেন। পরে শুক্রবার লাশ উদ্ধার হয়।
পুলিশ ধারণা করছে, মঙ্গলবার রাতে প্রথমে লামিয়াকে, পরে স্বপ্না ও শিশুকে হত্যা করা হয়। ধারাল অস্ত্র দিয়ে দুই নারীকে এবং শিশু আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। মামলার অন্য দুই আসামি হলেন ইয়াসিনের বাবা ও বোন।