বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও শ্রী দেবি কন্যা জাহ্নবী কাপুর। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তি পাবে আগামী ৩১শে মে। গত বুধবার মুক্তি পেয়েছে এই ছবির রোমান্টিক গান ‘দেখা তেনু’।
সম্প্রতি এক অনুষ্ঠানে জাহ্নবী কাপুর বলেন, ‘এই ছবির জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। এই ছবির জন্য ক্রিকেটের প্রশিক্ষণ নিয়েছি প্রায় দুই বছর। শরণ চেয়েছিল, পর্দায় যেন আমাকে প্রকৃত ক্রিকেটারের মতো দেখতে লাগে।’
তিনি আরও বলেন,‘ট্রেনিংয়ের সময় আমি অনেক চোট পেয়েছি। আমার দুই কাঁধের হাড় সরে গিয়েছিল। এতটাই কষ্ট হয়েছিল যে মাঝেমধ্যে ভাবতাম ছবিটি ছেড়ে দেব। কিন্তু পরিচালকের চোখেমুখে আত্মবিশ্বাস ও আবেগ দেখে সাহস পেয়েছি। অনেক সময় পরিচালকের ওপর বিরক্তি প্রকাশ করেছি। আমাদের মধ্যে ঝগড়াও হয়েছে। কিন্তু আজ আমরা একটা পুরো দল হিসেবে একসঙ্গে আছি।’