কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) থেকে ঘুরতে শুরু করলো রেলের চাকা।
গত ১৮ জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া সহিংসতায় নিরাপত্তা ঝুঁকিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। পরে মঙ্গলবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বৈঠকে আজ হতে স্বল্প পরিসরে রেল চলাচল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে স্বল্প পরিসরে রেল চলাচলের সিদ্ধান্ত নেওয়া হলেও আপাতত শুধু কারফিউ শিথিল থাকা সাপেক্ষে লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। দু-তিন দিন পর থেকে আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল শুরুর বিষয়ে পরিকল্পনা রয়েছে রেলওয়ের।
সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল রুটে কমিউটার ট্রেনগুলো কারফিউ শিথিল থাকা সাপেক্ষে তিন থেকে চারটি ট্রিপে চলাচল করবে। আর বেশি দূরত্বের ক্ষেত্রে তিতাস কমিউটার ট্রেন ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলবে। স্বাভাবিক সময়ে তিতাস ট্রেন দিনে চারবার আসা-যাওয়া করে।
এ ছাড়া, রেলের পশ্চিমাঞ্চলেও (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী কমিউটার চলবে। পাশাপাশি, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী পর্যন্ত কমিউটার ট্রেনটিও চালু হতে পারে।
এ প্রসঙ্গে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, কারফিউ শিথিল থাকা সময়ে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে আজ থেকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হবে।