বুধবার (০৯ অক্টোবর) থেকে দূর্গা পূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষে টানা আট দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূর্গাপূজা উপলক্ষে ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৩ থেকে ১৬ অক্টোবর বন্ধ থাকবে। তবে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও প্রতিবারের মতোই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও আবাসিক হলসমূহ খোলা রয়েছে। এছাড়াও ছুটির দিনের শিডিউল অনুযায়ী পরিবহন ব্যবস্থা চালু রয়েছে।