সারা দেশে বেড়ে চলা বর্বরোচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ডিবেটিং সোসাইটি।
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন এবং ধর্ষণবিরোধী শ্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. আদিবা আক্তার, সহকারী পরিচালক, কাউন্সেলিং সেন্টার (সাইকোলজিস্ট), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
এ সময় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইসরাক লাবিব বলেন, “প্রতিদিন অসংখ্য ধর্ষণের খবর আসে, কিন্তু অপরাধীদের শাস্তির খবর খুব কমই দেখি। যতদিন না দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, ততদিন সমাজে ভয় সৃষ্টি হবে না, আর আমরা এমন নৃশংসতা থেকে মুক্তি পাবো না।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন আনজুম নিধি বলেন, “আমরা চাই, আমাদের সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নারীদের জন্য নিরাপদ হোক। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।”
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দ্রুততম সময়ে দোষীদের শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।