দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীরা।
গতকাল সকাল থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড কার্যকর ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে কয়েক দফায় ভিন্ন প্ল্যাটফর্মে এ প্রতিবাদ কর্মসূচি করেছেন তারা।
সকাল এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর দুপুরে চারুকলা বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল ও যৌথভাবে মানববন্ধন করেছে শিক্ষক নেটওয়ার্ক।
কর্মসূচির পূর্ব ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে হাতে ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যান। বিক্ষোভ মিছিলে এসময় চারুকলা বিভাগের শিক্ষকরাও অংশ নেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গনে চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে যৌথভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা।
এসময় তারা, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সরকার ও রাষ্ট্রের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো কঠোর হতেও তাগিদ দেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বিকাল তিনটায় শহীদ মিনার চত্বরে ধর্ষণের বিচারের দাবিতে নবগঠিত “ধর্ষণ বিরোধী মঞ্চ” এর কমিটি ঘোষণা করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।
সৈয়দা মেহের আফরোজ শাঁওলিকে মুখপাত্র এবং ফাহমিদা ফাইজা ও মালিহা নামলাহ সহ মুখপাত্র করে পনেরো সদস্যের এ কমিটি ঘোষণা করেছে প্ল্যাটফর্মটি। এতে অন্যান্য সদস্যরা হলেন – আয়েশা সিদ্দিকা মেঘলা, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, ফারহানা বিনতে জিগার ফারিনা, নাদিয়া রহমান অন্বেষা, জাইবা জাফরিন, মিফতাহুল জান্নাত তাহিয়া, তানজিলা তাসনিম সেতু, জান্নাতুল মাওয়া শ্যামন্তী, প্রিয়াঙ্কা কর্মকার, নাবিলা বিনতে হারুন, আফিয়া ইবনাত মালিহা, মেহজাবীন পালোয়ান।
পরবর্তীতে বিকাল চারটায় “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” জাবি শাখার ব্যানারে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবিতে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীদের একটি অংশ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে মিছিলে অংশ নেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার, পুরাতন রেজিস্ট্রার ভবন পেরিয়ে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “নতুন যে বাংলাদেশ আমরা গড়ার স্বপ্ন দেখছি সেখানে ধর্ষকের কোন ঠাঁই নাই। আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছরে দেশজুড়ে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। ধর্ষকরা এই সংস্কৃতির সুযোগ নিয়েছে বারবার, নির্যাতিত হয়েছে আমাদের মা – বোনেরা। অন্তর্বতী সরকার দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত না করলে আমরা হাসিনার মতো ইউনুসেরও বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে পিছপা হবোনা।”
ধর্ষণ বিরোধী মঞ্চের সদস্য ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, “বাংলাদেশের মেয়েরা এখন এতোটাই অনিরাপদ যে সকলেই রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। নারীরা নিপীড়নের শিকার হয়ে রাজপথে না এলে এদেশের নারী মন্ত্রণালয়গিলো কখনোই নারীদের বিচার নিশ্চিতের সুব্যবস্থা করে না। আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা ধর্ষণ ও নিপীড়নের শুকার হওয়া পরিবারগুলোকে কেবল অর্থ সহায়তা না দিয়ে বিচার নিশ্চিতের ব্যবস্থা করুন, নারীদের নিরাপত্তা নিশ্চিত উচ্চ আওয়াজ তুলুন। আমরা সরকারসহ সকল মহলকে সোচ্চার হয়ে জনসম্মুখে নিপীড়কদের শাস্তি নিশ্চিতের দাবি করছি। ”
সাংস্কৃতিক জোটের মুখপাত্র মাহফুজ মেঘ বলেন, “আছিয়ার ঘটনাটি সৌভাগ্যক্রমে আমাদের সামনে এসেছে বলে আমরা তা জানতে পেরেছি। সকল পর্যায়েই নারীরা ধর্ষণ ও নিপীড়নের শিকার হচ্ছে। গার্মেন্টস কর্মী, গৃহকর্মীসহ অনেক নারীই প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয় কিন্তু তারা হয়তো সামাজিক চাপে পড়ে তাদের নির্যাতনের কথা কোথাও বলতে পারেনা। যতক্ষণ না পর্যন্ত আমরা মানবিক জাতিতে পরিণত হতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবোনা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড করার পরও এখনো তা বাস্তবায়িত হয়নি। জাতি হিসেবে নিজেদের গৌরব ধরে রাখতে হলেও আমাদেরকে এর বিচার নিশ্চিত করতেই হবে। আমরা বিচার নিশ্চিত করে সকল ধরনের নারী নিপীড়ন বন্ধে সরকারকে সকল আইনি ব্যবস্থা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। ”
#……
রবিউল হাসান
০৯/০৩/২০২৫
০১৩১৪২৮৮৭৯৫