দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে।
১৭ জুলাই (বুধবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানায়।
গত ১৫ এবং ১৬ জুলাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
উক্ত বিবৃতিতে আরো জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষকরা লজ্জিত এবং গভীরভাবে শোকাহত। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ দেশ ও জাতিকে সংকটের ইঙ্গিত দিচ্ছে। কোথাও কোথাও শিক্ষার্থীর হাতেই লাঞ্চিত হচ্ছে শিক্ষার্থী। যা কোনভাবেই কাম্য নয়। শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের উপরও হামলা হয়েছে, যা আমাদেরকে আহত করেছে। তাই দেশের এই চলমান সংকটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শান্তিপূর্ণ হস্তক্ষেপ এবং যৌক্তিক সমাধান বের করার প্রত্যাশা করছে শিক্ষক সমিতি।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষক সমিতি অনুরোধ জানায় যাতে মুক্তিযুদ্ধের চেতানার সাথে সাংঘর্ষিক যেকোন স্লোগান থেকে বিরত থাকে।
পরিশেষে,সরকার কর্তৃক সরকারী চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের আহ্বান এবং চলমান সংকট নিরসনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে শিক্ষক সমিতি।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয়