দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, “আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার বেশ কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী জেলার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।”
বৃষ্টির সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।