এবারের ঈদে মুক্তি পাওয়া ১১টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি ১২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
তবে এবার দেশের প্রেক্ষাগৃহ ছাড়িয়ে দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৫টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’। আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটি ১৯ এপ্রিল থেকে এই দুটি দেশে মুক্তি পাবে।
এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছিল। মুক্তির পর রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল সিনেমাটি। স্বপ্ন স্কেয়ারক্রো থেকে বলা হচ্ছে তাদের প্রত্যাশা, ‘প্রিয়তমা’র চেয়েও ‘রাজকুমার’কে প্রবাসী দর্শকেরা আরও ভালোবাসা দিতে পারে।