দেশের পাশাপাশি ওপার বাংলার একাধিক তারকা-শিল্পী এর আগে আন্দোলন নিয়ে কথা বলেছেন, তবে কলকাতার সুপারস্টার জিৎ এতদিন তেমন সরব ছিলেন না।
গতকাল প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ওপার বাংলার মানুষও উদ্বিগ্ন। দেব থেকে স্বস্তিকা, বহু টালিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন টালিউড সুপারস্টার জিৎ। তার ভক্তরা বাংলাদেশ জুড়েই ছড়িয়ে আছে। গতকাল (৫ আগস্ট) এক্সে জিৎ লেখেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে, তা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক।’
টালিউডের এই শীর্ষ নায়ক আরো লেখেন, ‘আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে। প্রতিটা জীবনই মূল্যবান, তাই যেকোনো মূল্যে তা রক্ষা হওয়া আবশ্যক। শান্তি বজায় থাকুক।’