জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শাহজাদা আহসান হাবীব এর পিতা মো. কাওসার আলীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
১ অগাস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবির এক শোক বার্তায় জানানো হয়, জনাব কাওসার আলীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরসহ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়া এ শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার জন্য প্রার্থনা কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ১ অগাস্ট ভোরে স্ট্রোকজনিত কারণে নিজবাড়িতে জনাব কাওসার আলী (৮০) মৃত্যুবরণ করেন।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয়