সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের দক্ষিণী চলচ্চিত্র ‘রবিনহুড’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারের। সিনেমাটির প্রযোজক রবি শংকর নিশ্চিত করেছেন যে ওয়ার্নার এই তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করবেন।
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবু বিভিন্ন টি-টোয়েন্টি লিগে এখনও দাপটের সঙ্গে খেলছেন।
ওয়ার্নার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বড় ভক্ত। কোভিড-১৯ মহামারির সময় লকডাউনে তিনি আল্লু অর্জুনের সিনেমার জনপ্রিয় গান ও সংলাপ ব্যবহার করে একাধিক রিলস তৈরি করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ভারতের বিভিন্ন গণমাধ্যম, যেমন ইকোনমিক টাইমস ও হিন্দুস্থান টাইমসের তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু অভিনেতা নিতিন। তবে ওয়ার্নার এতে ক্যামিও চরিত্রে থাকছেন এবং এজন্য প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।
তেলেগু ভাষাভাষী দর্শকদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি আইপিএলে সাত মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এবং দলের একমাত্র আইপিএল শিরোপা এনে দিয়েছেন। তাই হায়দরাবাদে তিনি ঘরের ছেলে বলেই পরিচিত। এ জনপ্রিয়তার ফলে ওয়ার্নারকে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায়, এমনকি প্রখ্যাত নির্মাতা এস.এস. রাজামৌলির সঙ্গে বিজ্ঞাপনেও অভিনয় করেছেন।
সিনেমায় ওয়ার্নারের উপস্থিতির ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’ জানিয়েছে, সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার কাছে গোপন তথ্য ফাঁস করার জন্য ক্ষমা চেয়েছেন প্রযোজক রবি শংকর।
প্রথমে ‘রবিনহুড’ সিনেমাটি চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা করা হলেও এখন এটি ২৮ মার্চ মুক্তি পেতে যাচ্ছে।