দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা দেওয়ার রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন এবং হাইকোর্টের পূর্বের রায় বহাল রাখেন।
শিক্ষকদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। আদালত জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ২০১৪ সালের ৯ মার্চ থেকে এই মর্যাদা ও সুবিধা পাবেন। এর আগে, ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি, হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়ার এবং তাদের গেজেটেড পদমর্যাদা নিশ্চিত করার নির্দেশ দেন।
২০১৪ সালের ৯ মার্চ, সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেয়। যদিও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলেও, পরে প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম এবং অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছিল। এ সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও অন্যান্য সংগঠন আন্দোলন করে এবং ৪ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন তারা।
অবশেষে, আদালত ২০১৪ সালের ৯ মার্চের ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণের আদেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়।