বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কিছু বাংলাদেশে নেই। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা নতুন একটি অভিজ্ঞতা অর্জন করেছি, যা কেউ কেউ দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করছেন। তবে প্রকৃতপক্ষে, স্বাধীনতা দিবসই প্রমাণ করে যে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা এ ধারণা প্রচার করেন, তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অর্জনকে খাটো করতে চান।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হবে। আমরা এ কথায় আস্থা রাখতে চাই এবং বিশ্বাস করি নির্বাচন হবে।”
দলের ভেতরে কোনো বিভক্তি আছে কি না—এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, “বিভক্তি নেই, তবে স্বার্থের পার্থক্য ও মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে। কিন্তু যখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজন হবে, তখন সবাই ঐক্যবদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পর আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ অনেকাংশে হারিয়েছিলাম। তবে ৫ তারিখের পর নতুন করে সেই স্বাধীনতার অনুভূতি ফিরে পেয়েছি। আমরা ১৯৭১ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি।”
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।