বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পীসমাজ। কেউ রাজপথে, কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে।
শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকার পতন হয়েছে। গতকাল মঙ্গলবার দিনজুড়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা চলছিল। এ নিয়ে তর সইছে না ফারুকীর। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন তিনি।
নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, “দয়া করে দ্রুত সরকার গঠন করুন। পুলিশ বাহিনীকে আস্থায় এনে দ্রুত কাজে নামান! তারা আমাদেরই বাহিনী। সামরিক ভাইয়েরা, সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখুন। দেশটা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন।”
তিনি আরও লিখেছেন, “ছাত্র এবং সাধারণ জনগণকে স্যালুট জানাই সামনের দিকে এগিয়ে গিয়ে শূন্যস্থান পূরণের জন্য। কিন্তু সরকারকে কাজ শুরু করতে হবে। নষ্ট করার মতো এক সেকেন্ডও নেই।”