স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত, তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামের একটি সংগঠন।
বুধবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে। স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত। তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।
তারা বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা-মামলা-হত্যা-নির্যাতনসহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ায় সারাদেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। কিন্তু স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় আগের ভূমিদস্যুদের প্রভাব তো কমেইনি, বরং নতুন নতুন ভূমিদস্যু-চাঁদাবাজের আবির্ভাব হয়েছে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসী-লুটপাটকারীদের হাতে দেশের সাধারণ ভূমিহীন, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। টিসিবির কার্ড বিতরণেও তারা কারচুপি করছে। কিন্তু স্থানীয় সরকারে কোনো জনপ্রতিনিধি না থাকায় জনগণ কারো শরণাপন্ন হয়ে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না। আইন-শৃঙ্খলাবাহিনীও তেমন কোনো সহযোগিতা করছে না। এমতাবস্থায় দেশের গরিব-দুঃখী-মেহনতি মানুষের কল্যাণে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ সদস্যরা তাদের প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা চেষ্টা করবে। ফলে দেশের সাধারণ মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়।
সমাবেশে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।