জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে (জাবি) স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গ্র্যাজুয়েট সিনেট সদস্যরা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা, ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অছাত্রদের হল থেকে দ্রুত বের করার দাবি জানান।
মানববন্ধনে জাবির সাবেক উপাচার্য ও সিনেট সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের ফাঁসির কার্যকর করতে হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অছাত্র চাঁদাবাজদের বের করে বিশ্ববিদ্যালয় থেকে গণরুমের বিলুপ্তি ঘটাতে হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় গণরুম মুক্ত হোক৷
মানববন্ধনে সিনেট সদস্য মেহেদী জামিল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্ষণের মতো ঘটনা গোটা জাতিকে হতাশ করেছে। এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারেনা। যারা হল প্রভোস্টের দায়িত্বে আছেন তারা হলে থাকেন না। প্রভোস্ট শুধু চেয়ার নিয়ে বসে থাকে। আমাদের দাবি, যে সকল অছাত্ররা সিট দখল করে আছে তাদের দ্রুত হল থেকে বের করতে হবে। একইসাথে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আরোও বক্তব্য রাখেন সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার,বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবির, সিনেট সদস্য সাবিনা ইয়াসমি প্রমুখ।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়