ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চেয়ে মানব বন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ (২২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ২১টি বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী
প্রিয়জিত দাস বলেন, “আমরা সারাদেশের মা বোন দের উপর যে বর্বরোচিত ধর্ষণ কান্ডের বিরুদ্ধে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড চাই, ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড হলেই কেবল এই দেশে এই ধরনের অপরাধ কমবে।
এই সময় সাধারণ শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায়।
শিক্ষার্থীদের চাওয়া অনতিবিলম্বে সারাদেশের সকল ধর্ষণের বিচার এবং যারা এই কাজ করছে তাদের প্রকাশ্য শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যত কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়।