দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুর ১ টায় উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবন থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন,শহিদ মিনার,বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা নারীদের প্রতি সহিংসতা রোধের আহ্বান জানান।সেই সাথে ধর্ষণকারীর যেন দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় সেই বিষয়ে দেশের আইনশৃংখলায় নিয়োজিত ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন।
“আমার বোনের কান্না,আর না আর না”; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,ধর্ষণকারীর ফাঁসি চাই”; “একটা একটা ধর্ষক ধর,ধইরা ধইরা জবাই কর”,”তুমি কে আমি কে? আসিয়া আসিয়া” বিক্ষোভ মিছিলে এমন শ্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধনকালে হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস বলেন, বিশ্বের বহু দেশে ধর্ষণকারীদেরকে জনসম্মুখে এনে দ্রুত সময়ের মাঝে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আমাদের দেশে ধর্ষণকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ দেখা যায় না। বিগত ফ্যাসিস্টের সময়ে আমরা দেখেছি ভোট না দেওয়ার কারণেও সন্ত্রাসী ছাত্রলীগেরা ধর্ষণ করেছিল।কিন্তু উদ্বেগের বিষয় ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসরদের দ্বারা আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বরং ব্যাহত হচ্ছে। হাবিপ্রবি ছাত্রদল দ্রুত সময়ের মাঝে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে আমরা দ্রুত সময়ের মাঝে বিচার দাবি করছি।
হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম বলেন, হাবিপ্রবি ছাত্রদল সবসময়ই আমাদের মা-বোনদের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের সোনার বাংলায় মানুষ রূপী যে নরপিশাচরা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর তম আইন প্রয়োগ করে ধর্ষণকে রুখতে হবে।আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ আইন প্রয়োগ না করার ফলে অপরাধীরা দিন দিন তাদের অপরাধ কার্যক্রম বাড়িয়ে দিয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি ফ্যাসিস্ট আমলের মতোই আইনের মন্থর প্রয়োগ করে তাহলে তারা তাদের দায়িত্ব ছেড়ে দিক।আমরা দ্রুত সময়ের মাঝে আমাদের বোন আসিয়ার ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সংগ্রাম/আরইউএস